আপনার মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাবেন কিভাবে?
![]() |
আমাদের প্রায় অনেকেরই মোবাইল হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে যেখানে অধিকাংশ ক্ষেত্রেই মোবাইল হারিয়ে গেলে তা ফিরে পাওয়ার আশা আমরা ছেড়েই দেই। কিন্তু গুগল আপনার হারানো মোবাইল খুজে বের করার উপায় বের করেছে। গুগলের এই ফিচার/সার্ভিস পাওয়ার জন্য মোবাইল আপনার ফোনের কিছু অপশন চালু রাখতে হবে।
- প্রথমে https://android.com/
find এই লিঙ্কে প্রবেশ করুন এবং আপনার গুগল একাউন্টে সাইন ইন করুন। - আপনার একাধিক ফোন থাকলে স্ক্রিনের উপরের Lost Mobile বাটনে ক্লিক করুন।
- আপনার হারানো মোবাইলে একাধিক ইউজার প্রোফাইল থাকলে আপনার মুল প্রোফাইলের গুগল একাউন্টে সাইন ইন করুন।
- আপনার হারিয়ে যাওয়া মোবাইল এ একটি নোটিফিকেশন পৌঁছাবে।
এই আর্টিকেল টি পড়লে আপনি যা যা জানতে পারবেনঃ
- মোবাইল হারিয়ে যাওয়ার আগে করণীয়।
- মোবাইলের অবস্থান বের করা।
- মোবাইলটি লক করা।
- মোবাইলের ডাটা মুছে দেয়া।
- মোবাইল হারিয়ে যাওয়ার পর সময় বিলম্ব না করে যে কাজ গুলো আপনাকে করতে হবে।
- আপনার মোবাইলটি এই মুহুর্তে কোথায় আছে?
এসব বিষয় সহ আরো গুরুত্বপুর্ণ বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন। ['এখানে ক্লিক করুন']
বিস্তারিত পড়ুনঃ আপনার মোবাইল হারিয়ে গেলে খুঁজে পাবেন কিভাবে?
টেকনোলোজি বা প্রযুক্তি সম্পর্কিত আরো নতুন নতুন ব্লগ পড়তে ভিজিট করুনঃ https://www.blog. sakibofficials.com/category/ technology/
0 Comments